আমি ভালো মানুষ!
কলমে জহিরুল ইসলাম 

  আমি স্রষ্টার শ্রেষ্ট প্রাণী,
সামাজিক জীব।
স্বার্থের জন্য আমি একটু বেহুশ! 
আমি ভালো মানুষ। 

আমি পরের দোষ খুঁজে বেড়াই,
  আমার নেই কোনো দোষ,
  আমি ভালো মানুষ।

অন্যের চলাফেরা, চরিত্র নিয়ে সমালোচনা করি।
একবারও ভাবিনা নিজের অহংবোধ! 
আমি ভালো মানুষ। 

আমি পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ জন,
  বিচার শালিসি আমিই করি,
মুখে মুখে ঘুষের বিরোধিতা করি,
ইশারায় ঘুষে পকেট ভারী করি।
আমি ভালো মানুষ। 

মুখোশের আড়ালে আমি মানবতার দ্যুত,
নেই আমার লেশমাত্র মনুষ্যত্ববোধ!
আমি ভালো মানুষ...

০১.০৫,২০২২ ইং