ইচ্ছে হলেই আজকে সব'ই পাল্টে দিতে পারি
বাবার শাসন, মায়ের আদর, বউয়ের নিত্য আড়ি,
পাল্টে দিতে পারি আমি- অফিস, নিয়ম নীতি
পাল্টে দিতে পারি তোমার দুঃখের পল্লী গীতি।
পাল্টে যেতে পারি আমি, পাল্টে দিতে তোমায়
পাল্টানো যায় হতচ্ছাড়া নাক ডেকে যে ঘুমায়।
.
.
.
পাল্টা পাল্টির সাধ্য দিয়ে পাল্টানোর যে খেলা
ঠিকই আমি খেলতে পারি আজকে এ বেলা;

পাল্টে দেয়া হয়না তবু যা কিছু আজ আপন
ইচ্ছে বরং আজকের দিন- এমনি করি যাপন।

© কৃষাণ জহির // ১২ জুলাই ২০১৩, ২০ঃ৫৭।