সমাজের সর্বস্তরে ঘুসখোর, একটু ভেবে দেখলে নিশ্চয়ই বোঝা যায়। চাষীকে তার ফসলের ন্যায্য মূল্য না দিয়ে দরাদরি করে দাম কমাতে বাধ্য করা হলে, যতটা মূল্য কম হলো তা ক্রেতাকে ঘুস হিসেবে ছেড়ে দিতে বাধ্য হয় বিক্রয় করার স্বার্থে। এই ভাবনা নিয়ে কবিতাটি।
উৎকোচ
------------
বেগুনের দাম বলো
ওগো চাষী ভাই
যার কিছু গুণ নাই
তাই নিয়ে যাই।
চাষী বলে বিশ টাকা
প্রতি কিলো পাই
যদি গুণ নাই থাকে
তবে কেন চাই!
ক্রেতা বলে, এক দামে
বেচো কেন ভাই
তিন কিলো পঞ্চাশে
রফা করো তাই।
চাষী বলে, উৎকোচ
এরকম খায়
আমার বেচার দায়
তাই নিরুপায়।