দীর্ঘকাল অনাবাসে, এ প্রবাসে
সখা থেকে যোজন ক্রোশ দূরে
ছন্দহীন নষ্টনীড়ের মৃত্যুপুরে
বড় একা!
এসো কবিতা, আবার তোমায়
নিয়ে গুছিয়ে বসতে চাই,
আমাকে সঙ্গ দাও নিসঙ্গ আমাকে।
শক্তিদা, এসো সখা হয়ে
কবিতার সাথে এসো
তুমি কবিতা মাখা
এক ফালি জীবন চলন।
জীবনকালে যতগুলো কবিতা তোমার
তার চেয়ে কবিতা নিয়ে খেলেছ যেমন,
তোমাতেই কবিতা দেখি, কবিতায় ছবি।
**
গতকাল কবির জন্মদিন ছিল, তাঁকে স্মরণ।
লেখাটা কবি প্রয়াণের পরে, কবিতার সাথে বিচ্ছেদে আমি তখন একা।
**