যাওয়া-আসা একা ছাড়া নয়
জীবনের রঙে আলো শুধু রয়;
আলো আঁধারের দীনতা কাটিয়ে
সাত রঙ দিয়ে ছবিও এেঁকেছি
তবু একা বোধে ডুবে থাকা নিজ গভীরে।
আলো খুঁজে ফেরা দিন কাটে শুধু
দাবদাহে ভরা শুষ্কতা ঠোঁট
বর্ষা ভেজাবে এই আশা নিয়ে
অলস সময় ফাঁকি দিয়ে যায়;
রাত একা থাকে চাঁদ তো ওঠেনি আকাশে।
মহা সমারোহ এই সমাবেশে
এত আয়োজন সকলের কাছে
হাসি কান্নার পৃথিবীতে এসে
ডুবে আছি মোহ আজীবন সুখে
ভরা জোছনায় আঙ্গিনা উপছে পড়ে যে।
তবু যেন চোখ চারদিকে খোঁজে
তোমাকেই শুধু কাছে পেতে চায়
সকালের হাসে দুপুরের দাহে
একা বিকেলের বিষন্নতায়,
বড় একা লাগে
সকলের মাঝে তোমাকে ফেলেছি হারিয়ে।