টিকটিকি তুই দেখতে থাকিস
দেখতে দেখতে কি যে ভাবিস
এক বিছানায় দুই মহাদেশ!
এক স্বপ্নের দুটি ধারায়
রাত্রি কাটে দিনের আশায়,
টিকটিকি তুই ঠিকও বলিস
ঠিক ঠিক শুধু করেই চলিস
সত্য মিথ্যা কিযে বুঝিস!
এই আকাশে মেঘ জমে যায়
দিনেও রাতের আঁধার নামে,
এক দেওয়ালেই বসে থাকিস!
ঘুমের ফাঁকে স্তব্ধ রাতে
যখন আমি জেগে উঠি
রাত আলোর পাশেই দেখি
আমাকে তুই দেখতে থাকিস।
টিকটিকি তুই দেখতে থাকিস
এক বিছানায় দুই মহাদেশ!
এক মহাদেশে ফুলের চাদর
সবুজ অবুঝ আলোয় ভরা
সেদিক থেকে লোভের আকাশ
ডাকতে থাকে হাত বাড়িয়ে,
আর এদিকে ভীষন একা
সাত সতেরোয় আগলে রাখা
ভালোবাসার অন্য জগৎ
আকাশ কুসুম চোখের তারায়।
টিকটিকি তুই দেখতে থাকিস
খবর যেন কতই রাখিস!
আগ বাড়ালেই দেখতে পেতিস
আর একদিকে খোলা আকাশ
দুই মহাদেশ এক অভিন্ন
মাঝে কোথাও নেইকো শূন্য।
~*~