চুম্বন দিয়ে তোমার ঠোঁট রাঙাতে পারিনি আমি
স্বেত-চন্দন সুবাসে হৃদয় ভরেও ওঠেনি জানি
সেই বেলাকার রৌদ্রের আভা ঢাকা পড়েছিল মেঘে
তাইতো আড়ালে চিরদিন ধরে স্বপ্ন রয়েছে ঢেকে।

তৃষিত হৃদয় এখনো নিরবে সেই ক্ষণে ফিরে যায়
চাতকের চাহ চোখে নিয়ে শুধু বৃষ্টি-ভিক্ষা চায়
ধূসর প্রান্তে মহিরুহ যেন মরিচিকা অভিপ্রায়
অক্ষত সেই চাওয়া পাওয়া অধরাই থেকে যায়।

আজও সময় সেইখানে বুঝি থেমে আছে অধরাই
তোমাকে ছাড়া জীবনের মানে বৃথা খুঁজে ফিরি তাই
আজ আকাশের চাঁদ তারা সব বড়ই নির্বিকার
অক্ষমতার ভ্রুকুটি দহনে বিদ্রুপ উপহার।
            ~শেষ~