সাহস করে আজ এসেছ বলতে গিয়েই ধাক্কা খেলাম
ইছামতি কুল দিয়েছে শেষ বিকেলেই বসতে পেলাম
একটু দূরে কোন সীমানায় বিকেল থাকে সাঁজের আগে
আর এক দিকে বিদায় রাগে সূর্য রাঙায় সন্ধ্যা রাগে
নরম হাওয়া খেলছে ঘাসে গাছের পাতায় তিরতিরিয়ে
কথা বলতে চাইছ না তাই মুখ রেখেছ পাস ফিরিয়ে!
অনেক কথা অনেক ভাবে নিরব থেকেই বলতে পারো
তেমন কিছু কথার ভারে আলো-আঁধার জমছে আরো
কেমন আছো? আমি প্রথম নিরব ভেঙ্গে বলেছিলাম
মান-অভিমান টলটলিয়ে উছলে পড়ার উপক্রম
ভলোই আছি আমার এখন যাওয়ার সময় হয়ে এলো
নদীর হাওয়ায় কুলু কুলু বিদায়ের সুর বাজিয়ে গেল।