নাছোড় শরীরের লাগাতার বাহানা নিয়ে
আমিতেই বেশ আছি!
সারাদিন তদ্বির-তদারক
খাওয়া পরা সোওয়া নতুবা অসুখ-বিসুখ,
আবার বাহানা খুঁজে
উৎপাত তোমার কাছে
শরীরের আদিম খিদে।
মাঝখানে মন, পক্ষপাতী শরীরে
লগ্নভ্রষ্টের ভয়ে সাতপাকে বাঁধা
কখনো উচাটন কখনো সোহাগী সে
শরীরের ফাঁদে,
কখনো বিরহী হয় অন্তর-দহে
আমাকে দোষর করে, দিনরাত তোষে।
অন্তর চেয়ে থাকে অপলক
ভীত হরিণীর চাহ,
শরীরের পাওয়া হলে চাইবে কিছু
শরীরের শেষ নেই চাওয়া
হোক না যত লক্ষ পাওয়া;
সন্ধ্যা নামার পরে
আত্মা প্রশ্ন করে,
সারা দিন কোথায় ছিলে?