খালি ভোটার বানালে যদি রাষ্ট্র গড়া যায়
তবে পল্ট্রি বানিয়ে চাষ করে
রাজ করা যায়।

মিলিয়নেয়র হলে যদি মানুষ হওয়া যায়
            তবে মিন্ট বানিয়ে টাকা ছেপে
                             মানুষ করা যায়।

গণতান্ত্রিক রাষ্ট্র হলে মানুষও গনতান্ত্রিক
জনগনের কথা না-শুনে
তৈরী হোক তান্ত্রিক।

শিক্ষকদের রাজনীতি অত্যাবশ্যক হলে
                শিক্ষকদের পার্টি অফিসে
                           ছাত্র তৈরী হবে।

শিক্ষা বাড়াতে শংসা-পত্র মাপকাঠি হবে
ছাপাখানা-না, কারখানা করে
শিক্ষিত করো তবে।

মান বাড়াতে শিক্ষার পরিধি ছোট করো
               কূঁয়োর পরিধি বিশ্ব-মাপক,
                        তার ভিতরে ভরো ।

দেশের উন্নতি চাই.., স্লোগানে ভরো দিক
টুপির আমদানি বাড়িয়ে দিয়ে
পরিয়ে দেখ ফিট।

কর্ম-সংস্থান করতে হলে কর্ম-যোগান চাই
               পার্টি অফিস বাড়াতে পারলে
                          বেকারের ভয় নাই।

এমনি খেলায় কেটে যায় যুগের পরে যুগ,
মাদারী খেলা দেখাতে থাকুক
..........রা পাক সুখ।