ঠিক এসময় বৃষ্টি হওয়া চাই
ল'য় কেটেছে ধরা ফেটেছে
ধরণীর সব উন্মুখ হয়ে চাইছে
ঠিক এসময়,বৃষ্টির ফোঁটা পড়া চাই।
মা কাঁদছে, বাছুরের কেন দেখা নেই
স্ফীত ভান্ড মাতৃ বক্ষে জমেছে,
উতলা মায়ের ডাক ঐ শোনা যাচ্ছে
শিশুকে দুধ খাওয়ানোর আশাতেই।
কিছু ঘটছে, আকাশের রঙ বলছে
গুমরে গুমরে বাদল মেঘ সাজছে
গাছপালা সব চাতকের মতো চাইছে
বৃষ্টিও বুঝি নিজেই ঝরতে চাইছে।