(কবিতাটি পীযূষ কবি সৌমেন বন্দোপাধ্যায়ের উদ্দেশ্যে লেখা)
--------------------------
পথের দিশা তুমি দেখাবে বলে
   হারিয়ে যাচ্ছ তুমি রোজ
বিপ্লব, তুমি নিজের থেকে দূরে
   বৃথা করছ নিজের খোঁজ

হাজার আলো চৌদিকে সেই ছটা
  স্বপ্ন বোনার এমন ঘনঘটা
সবাই ছিল তোমার আকাশ জুড়ে
  ধ্রুব তারার লক্ষ্যে একাগ্রতা

মৌন মায়ের হারানো ছেলের খোঁজ
  বুকে তোলে নীরব আন্দোলন
পিতার প্রদীপ অন্য কোথাও জ্বলে
   কাতর পিতার বৃথা আস্ফলন

আলোক ছটায় চোখ ধাঁধানো ফেউ
  যুবার রক্তে আন্দোলনের ঢেউ
    বাঁধ ভাঙ্গা নদীর প্রবল বেগ
     ঘরে তখন থাকছিলনা কেউ

আজকে তাদের চোখে ছানির ভ্রম
  হিমের চেয়ে শীতল রক্তধারা
কূল হারাবার ব্যথা বুকের বামে
   বইছে শান্ত নদীর বারিধারা

ডাকছ কেন পেছন থেকে তাকে
  দিশা হারিয়ে বিভ্রমে থাক
সময় গেছে ভুলের রাস্তা ধরে
   রেখে গেছে বৃথা মনস্তাপ।
              ~**~