রোদে উজ্জ্বল দিন দেখে
তুমি ঈর্ষা করবে তাই
আমার দুখের দিন গুলো
নিয়ে একাই জেগে কাটাই,
হাজার বাতির আলোয়
লজ্জা লুকালে তুমি
হতবাক হয়ে দেখলাম
শিল্পে মুগ্ধ আমি।
যে ফুল ফুটেছিল সেই প্রাতে
শুকিয়ে যায়নি গ্রীষ্ম-প্রখর তাতে,
চুরি গেছে এই সত্যের ভূমিকায়
বিকাল পেরিয়ে রাত্রির অপেক্ষায়;
কিছু বিপন্ন সুখ
খুঁজে ফেরে আঙিনা,
কিছু আসন্ন দুঃখ
চিনতে পারেনা যাতনা।
আলগা হলেও হাল্কা হয়না জানি
যত খুশি থাক পালের হাওয়া
অনুকূল হোক মূখচোরা স্রোত;
প্রতিকূলে সুখ খুঁজে হোক পাওয়া।