ঝাপসা দেখি
কাছের মানুষ
মানুষ খুঁজি দূরে
হে মহাজন
কোথায় তোমার
মনের মতন হিরে?
বিশ্বাসী চোখ
আলোক দ্যূতির
মখমলী সুখ ঘিরে
খুঁজে বেড়ায়
পোড়া নিখাদ
বিশ্বকোষের ভিড়ে!
আমার ঘরে
মনের তারে
যে সুর বাধা আছে
তবলা দোহার
অতুল নিহার
বোলে খঞ্জ বাজে
জলসাঘরে
সুখদ্ আসর
সম কালীন নাচে
তবু উচাটন
বিপথ গমন
হীরের অভিমুখে!