এবারও পাঁচ
***********
- এগারো -
সকালে চায়ের কাপে না থাক চিনি
মিষ্টি হাসিতে আমি চিরকাল ঋনী।
- বারো -
পড়া পারিনি বলে বেঞ্চে তুলেছ দশ বার
পড়া শেখাওনি বলে কান ধরো একবার!
- তেরো -
অনিদ্রায় রাত জাগা জীবনের আহ্বানে
আবারও বিনিদ্রা বিদায়ের কলতানে।
- চৌদ্দ -
এতই শব্দ দূষন চার ধারে কথায় বাড়ে ভ্রান্তি
বধির হলেই ছিল ভালো চোখ বুঁজলে শান্তি।
- পনের -
ভাবার সময় দিলে মিথ্যার পরেশানী
মগজ ধোলাই হলে সত্যের হয়রানি।