দরজায় পাল্লা নেই হাজার দুয়ারী
বসন্ত খেলা করে সখের বেপারী।
বাতাসী বয়ে আনে দক্ষিনা হাওয়া
কবিতার হাত ধরে পরিচিত হওয়া।
প্রেম প্রকৃতি ঘৃনা পাপ স্বীকারেক্তি
আনাগোনা সেখানেও মনের ভক্তি।
কবিতার আনাচ-কানাচ ভরা ছন্দ
ভালোবাসা এঁকে যায় অচ্যুতানন্দ।
অমৃত পাত্র নিয়ে কবি দরজায়
যে চায় পান করে মনতৃপ্তি পায়।
খোলা মন পাপড়ির রঙ উচ্ছল
কবি মন খোলাপন করে সচ্ছল।
কেউ করে মৃদু-মন্দ মন্তব্য উপহাস
কেউবা দেখে হাসে স্বল্প প্রীতিভাষ।
কারো দুখ ক্ষোভ পাঠকের দরবার
ভাগ্যে কারো প্রশংসা খণ্ড উপহার।
কারুর ছদ্মনামে প্রতাপ বিহার
আসল নাম যার পরিতাপ তার।
কেউবা ছড়াকার গীতিকার কেউ
বাকিরা ধরে থাকে কবিতার ঢেউ।
কবিতাও চুরি হয়ে হয় পরিপাক
কবিদের দরজায় বড়ই বিপাক।
চুরিদারি অসন্তোষ এডমিনে দরবার
এডমিন ভেঙে দেন চোরার কারবার।
কবি যদি চুরি যায় কবিতার লোভে
ভাতের অভাব ঘোচে কবির কপালে।