আবার দিল উজাড় করে
প্রানের মানুষ ভেবে;
বাংলা দিয়েছে যতবার
নিজেকে শূণ্য করে,
খাঁটি মনটা রেখেছে ধরে
যতই অভাব তার ঘরে।
চায়না পরিবর্তে তার, তাই
কিছু শঙ্কা কিছু ভয়-ডর
আর অপমান নয় মৃত্যু
এই কি যোগ্য প্রতিদান-ভার?
ভালোবাসা তীরে বাঁধা যায়
ছোট্ট নৌকা খানা
মানুষের প্রতি সেখানেই
থাকে আস্থার ঠিকানা।