আম বাগানে ঐ দেখা যায়
বোলের বাহার
মৌমাছি তাই বেড়ায় উড়ে
খুঁজতে আহার|
লাল পলাশের গায়ে এখন
টুকটুকে লাল
শিমুল বলে আমার ফুলেও
চকচকে লাল|
রঙের মধ্যে ডুব মেরেছ
রঙিন ফাগুন
মন পুড়িয়ে ধরবে বলে
মনের আগুন|
কৃষ্ণ দেখেন রাধার মনে
রং লেগেছে,
রাধা ভাবেন কালা তার
মন কেড়েছে|
মানুষ খোঁজে নিজের রঙে
মনের সুজন
ফাগুন লাগা আগুন নিয়ে
করবে আপন
ফাগুন এখন রক্তে রাঙা
সহজ মরণ,
রাত ফুরালে ফিরে পাওয়া
নতুন জীবন|