স্বস্তির স্বাস ত্যাগ করে দেখি
বিস্তর আশ আপেক্ষা করে,
ইন্দ্রিয় শুধু জেগে বসে থাকে
উৎসব ঘুরে আসার পরে।
স্বপ্ন-চূড়ায় সুখ আছে তাই
ল্যাং-লাথিটাই সপাট উপায়,
প্রিয়ার কোমরে হাত রেখে বলি
ভালোবাসা মুড়ে দেব এ-হৃদয়।
নীল-কমল আর আকাশ-কুসুম
স্বপথের মালা গেঁথেই চলা
অভিনন্দনে পিপাসা-আগুন
বাড়ে অবগুণ্ঠিত ছলার কলা।
আচেনা-অজানা বন্ধুর পথে
ঘোড়-দৌড় বৃথা, উর্দ্ধশ্বাসে
অন্ধকারে আলোর ঠিকানা
খুঁজে বেড়াবার প্রয়াস ভাসে।
সারা জীবন ঘোড়-দৌর করে
এতটা জমিতে আল দিয়ে বলি,
আমার এতটা, আর ও ত এতটা.....
শেষ যাত্রায়, শুন্যটা নিয়ে চলি!