একটা সকাল এমন আসুক ফিরে
সুখবরে
সংবাদ আর কাগজ থাকুক ভরে।
অভিযোগের বাস্ক গুলো পড়ুক ছাপিয়ে
কার্যালয়ে
প্রশংসা, লাল-গোলাপ আর আশীর্বাদে।
যার যেমন কাজ, করবে সবাই যত্ন করে
কাজের
বন্যা বইতে দেখে, নিস্কর্মার ঘুম পালাবে।
চোর ডাকাত দেশদ্রোহী করবেন অনশন
বেকার
পুলিস, লম্বা... ছুটির দরখাস্ত করবে'খন।
ঝগড়া বিবাদ বন্ধ করে বাদীকে খুঁজবে
মিষ্টি মূখে
প্রতিবাদী গরমা-গরম রসগোল্লা গুঁজবে।
বিচার বিভাগ বন্ধ হবার নোটিস'টাকে দিয়ে
জজ সাহেব
মুচকি হেঁসে বলবেন, কি করবো আর বসে?
ছুটির দিনে তোমার ছুটি, কথা দিয়ে প্রমিতাকে
ছুটির ফাঁদে
পড়তে পারি, রান্না-বান্না ঘর-কন্যার কাজে।
আমি'র যদি কথা বলি রাগ করবে তোমরা সবাই,
ত্যাগ করে
দেখিয়ে দেব, 'আমি' রাগ-বিদ্বেশে ভিলেন মশাই।