কলঙ্ক দিয়ে শৃঙ্গার করেছি
তাতেই তুমি বিশ্রস্ত!
মুখ না ঢেকে কাছে এসো
এখানে পাবে
চিরচেনা ভেজা মাটির গন্ধ।
কলঙ্ক আমার থাক একান্তই
কালো দাগ দগদগে,
নিজের আভরণ নষ্ট করোনা
বেকার অজুহাত খুঁজে।
নদীর পাড়ে ফেলে রেখ না স্মৃতি
সঞ্চয় করো কিছু . . . . .
নিজের করে নিয়েছ যেটি
তুলে রাখো
গভীর গোপন কোণে।
মায়া মোহ আর আদর দিয়ে
নিজের তৈরি বাগান
ফেলে যেতে না চাওয়া প্রত্যয়,
বিদায়ী বেলায়
বুকে শেল বেঁধা চাই।