আমরা এখনো ভারতবাসী
লক্ষ তোমার স্বাধীন ভারত
নতুন ভারত গড়ার স্বপ্ন
রয়েই গেল অবিশ্বাসী।
আমরা এখনো লড়াই করি
বাবার সাথে ছেলের লড়াই
মায়ের সাথে বাবার
ভাইয়ের সাথে ভাই লড়ছে
আত্মঘাতীর লড়াই;
এটা গণতন্ত্রের বড়াই!
পাড়ায় কারুর আপনজন
কুটুম্ এলে আমরা তাকে
ছেলেধরা ভেবেই নিয়ে
গনপ্রহারে আমন্ত্রণ
তকমা লাগাই দুর্জন,
আমরা তো সব সজ্জন!
গাল ভরা সুখ গড়িয়ে পড়ে
এই ভারতে; বসুদেব কুটুম্বকম্।
ধম্মে না সয় রাজনীতি
রাষ্ট্রনীতি অস্তাচলে,
ভোটের আদর ততক্ষনে
ফ্রির খাবার যতক্ষনে,
খায়না যারা ফ্রির খাদ্য
হাজার দায়ের বাজে বাদ্য
তারা চড়ুন বিন্ধ্যাচলে!
এখনো ভালোবাসি পরাক্রম
নারীর কাছেই সে বিক্রম,
একা নারী লক্ষ করে
লজ্জা ভূষন ছিনিয়ে নিতে
দলেই করি আক্রমণ,
এই আমাদের পরাক্রম।
আজ তোমার গলায় মাল্যদানে
শ্রদ্ধা গদ গদ,
সকাল বেলা স্নান সেরে
শুদ্ধ আচার ব্যকরণে
পতাকা তুলে পদ্য বাজাই
স্মৃতি কণায় ঝড় তুলি আর
গল্প কত শত!