তোমার সাথে সখ্যতা সেই
সকাল বেলায়
তোমার কাছে জীবন খেলে
দখিন হাওয়ায়
হাসতে থাকে সারা বেলা
আকাশ খুশি
মেঘের মুখে কালো শুধুই
বৃষ্টি রাশি।
কাব্যে তোমার সারা দিনের
সময় যাপন
আমায় নিয়ে ব্যস্ত থাকার
নিয়ম পালন
আমরা তো সব চখার চখি
দিনে রাতে
হাত ফিরিয়ে হাত বদলের
কথার ফাঁকে।
উদাস চাষার স্বপ্নে খুশির
ফসল হাসে
চাকুরী জীবির লক্ষ্য থাকে
মাসের শেষে
কাজের ফাঁকে শ্রমিক মুখে
খৈনি রাখে
পয়সা নেশা ভূতের মতো
ঘাড়েই চাপে।
এই প্রকৃতির রন্ধ্রে আছে
ছন্দ বিতান
ঈশ্বরের এই গুল বাগিচায়
পৌষালী গান
তোমার চোখে সারা দিনের
কাব্য গাঁথা
কবিতা হয়েই ভরতে থাকে
দিনের খাতা।