ছোটবেলায় একবার হারিয়ে গিয়ে
প্রথম বুঝলাম সব সন্তানই মায়ের চোখের মণি।
বাবা মায়ের বিচ্ছেদের রজতজয়ন্তী
উৎযাপন করল, স্কুলে ঢুকে
পঁচিশ বার গুলি চালিয়ে;
আর শিশু নিধনে ধিক্কার ও প্রতিবাদে
পৃথিবীর মানুষ মোমবাতি জ্বালে!
এবার সমুদ্রে যাব অবসর যাপনে
বন্যা যখন হবে চোখের জলে!
মেয়েরা এখন ঝাঁসা দেয়
দরজা বন্ধ করে জল নষ্ট না করে,
জলের অভাব বড় এই পৃথিবীতে;
ছেলেরা তাই কবিতা লেখা ছেড়ে দেবে।
কুকুর গুলো শেয়ালের মতো এমন রাত-ভয় দেয়
যেন মানুষের মনে পড়ে, তারাও একদিন কাঁদত!
শিঘ্রই শব্দদূষন এড়াতে নবজাতকের মুখে
ঠুসে দেবে পৃথিবীতে আসার প্রমান পত্র
আর থাকবে আসল মায়ের পরিচয়,
এটুকু নেহাতই দরকার।