সুখের বদলে দুঃখ চাই
নিজের সাথেই যুদ্ধ চাই
বাংলাকে যদি ভালোবাসি
কষ্টকে জয় করতে চাই
দুধের বাটি সরিয়ে দাও
মোটা ভাতেই বাঁচতে দাও
আগলে রেখনা ছত্র ছায়ে
হোঁচট খেয়ে পড়তে দাও
জাতির মরণ আসন্ন প্রায়
সন্তোষ মাখা তমসা ছায়,
শিক্ষার আলো দেখতে দাও
ঘরের বাইরে থাকতে দাও
ভাইকে করিস ত্যাজ্য-পর
শিক্ষা গরব করে চারণ
জাতি ধংসের বড় যোগাড়
ভাগ্য দোষের অন্য কারণ
কাজ করব জীবন মরণ
প্রতিজ্ঞা এই করব বরণ
কর্ম নাশের কার্য-কলাপ
শুরু থেকে করব বারণ।