ইলশাগুঁড়ি শেষ ঠেকেছে বরষা দিল ফাঁকি
ইলিশটাকে স্মৃতির পাতে আগলে ধরে থাকি ।
পদ্মা নদীর আস্ত ইলিশ চোখ জুড়ানো মাপ
সু-রসনায় ভরে যেত পাড়া-পড়সীর ম্যাপ,
জামাই আদর বড়ই মধুর শাশুড়ি'মার হাতে
শ্বশুর মশাই পানি পেতেন জামাই বাবার পাতে ।
ইলশেগুঁড়ি এখনও আছে ইলিশ মাছটা নেই
'খোকা'বাবুর উৎপাতেতে পকেট উল্টে খেই
পোদি পিসি'র রান্না ঘরে সেই সুগন্ধ কই ?
কলকাতায় না নামগন্ধ
ঢাকায় তবু ভাল মন্দ,
নিরাশ আশায় বর্ষা বিদায়, স্মৃতিটুকু সই ।
পদ্মাগাঙটা ইলিশ মাছের
কাহিনী বলে রাত্রি জাগে
পাতুড়ি-ভাপা ফোঁটা কেটে
পাত পাড়বে শাশুড়ি'মা যে !
স্মৃতি কচলে গন্ধ শুঁকি, ডিলিট হলো ইলিশ বুঝি !
পদ্মাপারের ই-মেল এলে ইলিশ মাছের গন্ধ খুঁজি ।