হারিয়ে গেছে অনেক কিছুই সময় পারে
হাত বাড়ালে পাব না আর
বাল্য-স্বপ্ন চেষ্টা করে ।
অবোধ আমি, হারিয়ে গেলেই ছিল ভাল
পিছন ফিরে দেখার মত
গোপন কিছু থাকত না রে !
বালক! সে তো হারিয়ে গেছে
কিশোর যখন পড়ল এসে,
কিশোর বুঝি থাকবে বসে
হ্যংলামিটা সঙ্গে নিয়ে?
আসলে তুমি ;
হাত বাড়ালেই বন্ধু ভেবে
হাত বাড়াতেই ভুলে গেলাম,
হাতটা ধরে দেখতে পেলাম
সে হাত তোমার ছিল না তো !
কখন তুমি হারিয়ে গেছ
আলো-ছায়ার অস্তরাগে
সখেদ নিয়ে খুঁজে বেড়াই
সব কবিতার অন্তরালে ।