( গীতশ্রী শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্ম দিনে তাঁর দীর্ঘায়ু কামনা করি)
তোমার গলায় বেঁধে রাখা সুরে
বাংলার গান শতদল নিয়ে ফুটেছে
হার মেনে হার পরিয়ে দিল
কোকিল, ভুলে নিজ কুহুতান
ঝর্নার ধারা নদী সঙ্গীতে
মিলে-মিশে অনায়াসে
ঢেউ খেলে যায় রাগাশ্রয়ে
তোমার সুধাকন্ঠে সঙ্গীতেরই বাগে
আকাশের সাত রং মিশে সাত সুরে
আবেগের আবেদন মোহিনী সুর ঝঙ্কারে
হে সুধাময়ী, হে গীতশ্রী কি ভীষন অনুরাগে।
যত গীতিকার যত সুরকার
এসেছে তোমার আলয়, লেগেছে রঙ বাহার
মিশিয়ে নিয়েছ তুমি সুধাময়ী
আপন কন্ঠে নানা ফুলের মালায়
তুমি মোহিনী, সুধাকন্ঠী, হে গীতশ্রী, গানের রাণী!
সেই নারীও চির অনন্যা এই বাংলার প্রাণে
প্রেমের দেবী সুচিত্রা সেন চিত্রাভিনয়ে
তাঁর ঠোঁটে তোমার গলায়
কোন অবুঝ রসায়নে চির স্মরণ হয়েই আছ
তোমরা দুজন চির অনন্যা সব বাঙালীর মনে।