প্রকৃতি সেজেছে রঙের বসন্তে
দখিনা বাতাস তাই মৃদু বহে যায়
প্রথম আলো খেলা করে পত্রশাখে
কোকিলের কুহু তানে প্রতিধ্বনি ওঠে
আশা নিয়ে বহে যায় নদী
ঝরণা উৎফুল্লে নাচে
সুনীল আকাশ বাদ্য বাজিয়ে বলে-
বসন্ত এসে গেছে!!


কিন্তু হায়, মানুষ প্রতিধ্বনি করে না
এ কি পরিহাস জীবনে!
করোনার ভয়ঙ্কর ডঙ্কা নিনাদে
আজ সে মৃত্যু ভয়ে সিঁধিয়ে আছে
ঘরের কোনে, সঙ্গহীন একক নিরালায়
জনশূন্য রাজপথ কেবল শূন্যতার হাহাকার নিয়ে
একা দাঁড়িয়ে আছে উচ্চ আট্টালিকার ফাঁকে;
দ্বার রুদ্ধ করে দেবতা
একই নীরবতায় কি বোঝাতে চায়?
একি সভ্যতার প্রহসন!
তবে কি ইতিহাসের হাতছানি?

না না না মানুষ তা মানেনা,
ফিরে আসবে আবার
জীবনের কল্লোলে, কোলাহলে, আন্দোলনে
ঝগড়ার সকালে, আর মিলনের মহা সন্ধ্যায়
হাতে হাত রেখে বন্ধুতা বিস্তার করে
করবে উৎসবের প্রতীক্ষা
প্রেমের বিকালের আড়ালে চুম্বন
এঁকে দেবে পৃথিবীর বুকে......
এক আর এক জুড়ে বানাবে মানুষের পিরামিড!