' আরো পাঁচ
' ~ ষোল ~
ভালোবাসা চেনে শৈশব
বর্ণে গন্ধে রঙে ও ছন্দে
ফুলের ভাষায় হৃদি আনন্দে,
আর তোমাকে প্রথম জানতে।
~ সতের ~
তোমাকে পোড়াবার জন্য
হৃদয় জ্বালাতে পারিনি
খাদ রয়েছে সোনায়
আসল নকল বুঝিনি।
~ আঠার ~
তোমার রাগের আকাশ জুড়ে
ভালবাসার রঙ ছিটালাম
অভিমান ভরা কলো ছায়া
তুলির টানে মিটিয়ে দিলাম।
~ উনিশ ~
নতুন সূর্যের আশায়
রাতভর জেগে থেকে
ঘুমিয়ে পড়লাম ভোরে,
তোমাকে খুঁজে খুঁজে
আকাশ পাতাল ঘুরে
পেলাম নিজের ঘরে।
~ কুড়ি ~
কিছু ভালোবাসা এখনো
স্বর্গের পথ দেখায়, কিছু নরকের;
তবে সার্থের ভালবাসা
খোলামেলা হলে
ফুরফুরে হাওয়া খেলে দখিনের।
~ * ~