ইচ্ছা গুলো লালন করে
বুকের ভিতর আগলে রাখি,
কবে কোথায় কি ভুল হলো
বারে বারে দেখতে থাকি।
ভুল হলে সে ভুলের মাসুল
গুনতে হবে ঠিক বিচারে,
নয়তো হিসাব মেলে না যে
সময় সীমার জীবন পারে।
ইচ্ছা গুলো খুব কি বড়ো?
যদি বলি মানুষ হবো
কিছু মানুষের কাছে যাব
মানুষ নিয়ে ঘর বানাবো,
ঝরণা তলায় স্নান করব
নদীর কাছে জ্ঞান চাইব
সূর্য় তাপে নোংরা ধোব
চাঁদের ঘরে বুড়ি ছোঁব।
খেতে আমায় দিতে পার
দেবেনা তো ঝিমিয়ে নেব,
চাঁদের বুড়ির কাছে গিয়ে
পোড়া রুটি চিবিয়ে খাব।
আমি আমার ইচ্ছা নিয়ে
তোমার বাড়ী বেড়াতে যাব,
তুমি আমার ইচ্ছা গুলো
দেখতে পাবে বাসলে ভাল।
ইচ্ছা গুলো রাখব খুলে
ওদের যেন স্বাধীন লাগে,
তবেই ওরা আমার ঘরে
থাকবে সুখে আয়েস করে।
বাধ্য আমার ইচ্ছা গুলো
একলা কোথাও যায় না,
পাশে কোথাও গেলে পরে
অবাধ্য তারা হয় না।
কথার মাঝে নদীর বাঁকে
যদি তাদের হারিয়ে ফেলি,
অন্ধকারে খুঁজতে তাদের
গভীর মনে আলো জ্বালি।