আজকাল এই পথ ধরে আমি
নাগাল ছাড়িয়ে যাই না
তোমাকে যে কথা দিয়েছি,
জিলাবি'র দিকে চাই না ।
তাই বলে আমি পদ্ম পুকুরে
ডুব সাতার দেব না
ঝরনার তলে গা ছেড়ে দিয়ে
সন্ধ্যা তন্দ্রা নেব না ?
এসব কথা তো সত্য নয় যে
ঠেকাটাই খালি দিয়েছি
তোমার মুখেতে জ্বললে আলো
কত কিছুই তো পেয়েছি ।
নন্দন বনে ঘুরে বেড়াবার
ইচ্ছেটা যদি থাকে
তোমার সাথে মাধবীর
বনে দেখা হবেই হবে ।
অন্ধ বলেই দেখতে পেলাম
তোমার নিরব হাসি
কতবারই তো কুন্দ বনে
ফুটলো ফুলের রাশি ।
স্বীকার আমি করতেই পারি
আস্বীকার ও করিনা
তোমার আমার দীর্ঘ-সূত্র
স্বল্প কথায় মেটে না ।