সকালেই সূর্যের কটাক্ষ গায়ে মেখে
রাতের শীতলপাটি বিদায় নেয়,
গাছের পাতা না নাড়িয়ে
বিপ্লবের জন্য প্রস্তুত নিদাঘ দুপুর
অবসন্ন চেতনার মাঝে ডঙ্কা বাজে
বিশ্ব পরিবেশ দিবসের পতাকা তুলে
হায় মানুষ!, হায় হায় সভ্যতা! .....
পতাকা পরিবেশ দিনে
শীততাপ ঘরে বসে গাছের অবদান
নিয়ে গাল ভরে কান ভারী করে
কিছু মানুষ, পশু পাখি গাছের সুখ দুঃখে
জড়িয়ে আছে সভ্যতার আড়ালে
নিজের ভাগের জল-খাবার
ভাগ করে নিয়ে।
- ~*~ -