এখন সঠিক সময় এখন শুরু করা যায়
বিরতিতে আত্ম-আলোচনা
প্রতিজ্ঞা, প্রতিবদ্ধতা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার
আবার শুরু করার
কিছু ভুল যদি হয়ে থাকে
সময়টা শুধরে নেওয়ার
এই অবকাশ অর্থবহ করে নেওয়া যায়
আবার শুরু করা যায়.....
মৃত্যুর মুখে দাড়িয়ে মুখে নিয়ে মৃত্যুর ছায়া
মানুষ মানুষের কাছে আশ্রয় পায়
এইটুকু শিক্ষা নিয়ে
নির্জীব, মৃতপ্রায় যারা পায়না কিছু
বলতে জানেনা তার চেয়ে বেশী
পারেনা করতে অভিনয়
তাদের কাছাকাছি যদি থাকা যায়
দেখো, প্রকৃতি সকলের নিশ্চয়;
মানুষের প্রতি মানুষের পরিচয়
থেকে যাক শেষ প্রত্যয়
যদি কিছু ত্রুটি হয়ে থাকে
না চেয়েও ক্ষমা পাওয়া যায়
আবার শুরু করা যায়.......
মানুষের যে বিশ্বাস গেছে হারিয়ে
তা ফিরিয়ে দেওয়ার সুযোগ এসেছে
যারা কাজ করে
তাদের কাজের মূল্য টুকু দাও
যারা ত্যাগ দিয়ে অন্যের সেবা করে
তাদের স্বীকৃতি দিতে হয়,
প্রকৃতির সাথে সখ্যতা করে
মেরুদণ্ড সোজা আর মাথা উঁচু করে নেওয়ার
বিরাম এসেছে
কথা দিয়ে কথা রাখার প্রতিজ্ঞা করে
ক্ষমা পাওয়া যায়
আবার শুরু করা যায়.......