বট গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে
আমার ক্ষুদ্রতা মাপিনি কখনো,
পাহাড়ের খাঁজে যেখানেই দাঁড়িয়েছি
হারিয়ে যাওয়ার কথা মাথায় আসেনি,
জিরাফের পাশ দিয়ে যাওয়ার সময়
মনে হয়নি আমার গলাটা ছোট।
মানুষের পাশে মানুষকে দেখে অবাক হলাম
বাবার নামে, প্রতিষ্ঠায়, বাড়ি, গাড়ি
পকেটের মাপ আর উপহাসে
এতো বড় আর ছোট!