আকাশ ছিল খোলা স্বপ্ন ডানায়
দ্রষ্ঠা-দিব্য জ্ঞান দীপ্তিময়
বাঙালির সেই নীল আকাশ জুড়ে
সূর্য উঠতো দিবাস্বপ্নময়।
সাধু সৎজন বিদেশী স্বপ্ন নিয়ে
এক সমাজ গড়ার কারিগর হয়ে এলো
তারপর থেকে বাংলার ঘরে ঘরে
আশার প্রদীপ নিভে নিভে শুধু গেল।
আকাশের মাপ কূঁয়োর পরিসরে
পাখা মেলে ওড়ার স্বপ্ন হীন
দিন যাপনের হিসাব করে করে
কথায় বেচে জীবনের যত ঋণ।
নিয়ম ভাঙ্গার নিয়ম জেনে জেনে
সুখ সাগরে থই, অন্যের ক্ষেতে মই
শ্রীকৃষ্ণায় গিবিন্দায় নমঃ উড়ো খই
ভাই ভাইয়ে অবিশ্বাসের ঠাঁই
অজ্ঞাতে তার নেপোয় মারে দই।
মনের ঘরে ভাবনা চুরির জুড়ি
বাঙালীর মনে আবেগের সুড়সুড়ি
বিশ্ব জয়ের স্বপ্ন দেখে দেখে
ঘুম ভাঙ্গে না তাই
গাছ না পুঁতেই ফলটা খেতে চাই,
আদর্শবাদ্ ঐ মতবাদ্ আর কতবাদ্
বাদে বিবাদের বিষম্বাদ
স্যাতস্যাতে ঘরে একা অবসাদ,
গাল ভরে করি সতের আবাদ-
ওরা ধনবান ওরা বুর্জোয়া ওরা আমলা
ওরা হাসেনি ওরা কাঁদেনি ওরা হাঁচেনি
ওরা সব তাই অচ্ছুত;
ছোঁয়াচে অসুখে ভুগে ভুগে
থান কাপড়েই প্রয়োজন মেটে
খালি গায়ে শুধু পৈতে।
~ * ~