আমুর এবার বাঙালির পাতে
স্বাদে ও সাধ্যে অতুল
ব্যাঙ্গালোর থেকে উড়ে এসে
বাংলা করবে প্রতুল।

মাছ ভাতের বঙ্গ দেশে
মাছের যোগান কম
অন্ধ্র থেকে যোগান আসে
তাই খেয়ে পেটে দম।

রূই কাতলা মৃগেল ভেটকি
চ্যাং শোল কৈ
মাগুড় সিঙি ট্যাংরা পুঁটি
এখন মেলে কই?

দেশী মাছের ঝোল ঝালে
পাবদা ভোলা মৌরলা
সুদীপার জী-রান্না ঘরেই
রেসিপি​ চাখার পালা।