তুমি আসবে বলে ভাগ্য মোদের
খুললো নিজের দর্জা;
রাজা দিলেন ডিএ গা
মন্ত্রী পাড়েন তর্জা
টেঁকশালে যে টাকা নাই
ডিএ দেবার উপায় নাই,
রাজার কথা ঘড়ির কাঁটা
আমল হবে তায়
আর কিছু কাল পরে দেবে
এমন হলো তয়।
খিচুড়ি ভোগে ঘি জোটেনি
রক্ষা হলো, নুনটা ছিল যে !
ওঃদূগ্গামা আসছে বছর আবার এসোগে।
আমাদের স্বস্তি নাই, শান্তিও নাই
রাজার রাজ্যে দুঃখ সদাই
স্বভাব বাজায় কেবল সানাই,
কাজকম্মে ছেদ পড়েছে
এইটুকু মা ভাবনা বিশেষ যে !
ওঃদূগ্গামা আসছে বছর আবার এসোগে।
আমরা ঝগড়া করি দ্বেশও করি
পেছন ফিরে কি না করি !
তুমি আসবে বলে আমরা সবাই
বছর সারা দিনও গুনি ;
আরাধনায় এক হয়ে যাই যে !
ওঃদূগ্গামা আসছে বছর আবার এসোগে।
আমাদের এমন আশীষ দাও গো মা
কথার খপ্পরে যেন আরো'পড়ি না,
কাজে, শেখায় যত্ন দাও
সহনসীমা বাড়িয়ে দাও
বাবুর জাগায় মনিব করো মা
নিজেদেরই জয় করতে দাও,
ভাল-মন্দ কবে বুঝব যে !
ওঃদূগ্গামা আসছে বছর আবার এসোগে।