শীতের বিকেল ছুটির মজা
নিয়েই সবাই ট্রামে চড়া
ময়দানে সুখ কিসের যেন
রাখাই ছিল হিসাব করা।
বইমেলাতে পৌছে সবাই
ছড়িয়ে ছিটিয়ে স্টলে ঘোরা
হাজার বইয়ের মধ্যে ডুবে
ঘড়ির সময় পেরিয়ে আসা।
লিটিল ম্যাগে কবিতা পড়ে
নিজের কাব্য যাচাই করা
দুচোখ ভরে কবিকে চিনে
শ্রদ্ধা বিনয় জাগিয়ে রাখা।
কখনো আবার সন্ধ্যা সকাল
টিফিন ছাড়াই কাটছিল কাল
দুটি মিলের হিসাব ঘেঁটে
হোষ্টেলের সারা বিকাল।
বন্ধুরা সব একসাথে পা
বাড়িয়ে চলা সঙ্গী হয়ে
বইমেলাতে যেতেই হবে
না গেলে হারিয়ে যাবে।
পকেট খালি গড়ের মাঠ
ট্রামের ভাড়া চা'য়ের পাঠ
এন্ট্রিফি এর জোগাড় চাই
মেলায় প্রবেশ নিষিদ্ধ নাই।
সিগারেট না হলেই নয়
স্ট্যটাস ম্যানার্স সেটাই ভাই
বেকার বলতে ষোল আনা
আঁতেল মার্কা হিপ্পী হাই।
এখন থাকি অনেক দূরে
কলকাতার নাগাল ছেড়ে
বইমেলাতে যেতে হবেই
ইচ্ছা টুকুই আসে তেড়ে।
যখন শুনি ময়দানে নেই
নতুন জায়গা দেখতে হবে
আলসেমিটাও পেছু ধরে
বন্ধু বান্ধবের দেখা নাই।
বছর কাটে আশা জাগে
আগামী বছর যাব তবে
এই ভাবে যে দিন কাটে
মেলার শেষ ঘন্টী বাজে।
**কবিতাটি আজকে প্রকাশিত প্রিয় কবি কবীর হুমায়ূন মহাশয়ের 'বইমেলা' কবিতা পড়ে অনুপ্রাণিত হয়ে লেখা ও তাঁকেই নিবেদন করলাম।