ভোরে আলো ফোটার আগে তাঁর ডাকেই জেগে ওঠা
ঘুম জড়ানো সেই বিরক্তি স্মৃতির পাতায় আছে ঠাসা,
সেই জড়সড় সকাল গুলোয় আলাদীনের প্রদীপ রাখা!
মন্দ ভালোর সহজ পাঠে যেমন ছিলেন আমার বাবা।
বাবার কাছে রাখা ছিল বিশ্ব জোড়া চাওয়া পাওয়া
তাঁর মুখের দীপ্ত রেখায় দেখতে পেতাম সূর্য উঠা,
হারা জেতার বাজি ধরে বিষ্ময়ে জিত ছিনিয়ে নেওয়া;
মধ্যবিত্তের টানাপোড়েনে পিতার স্নেহ হার না মানা।
সারা দিনের ব্যস্ততা তাঁর বাইরে ছিল, ঘরের ভিতর
আমরা ছিলাম ছায়ার মত পাওয়ার আশায় একটু আদর,
বাবা ছিলেন বাবার মতো রাশভারী মেঘ ছড়িয়ে আতর;
নি রব ভাষার আস্কারা তে জড়িয়ে ছিলো স্নেহের চাদর।
মাথার উপর বিশাল আকাশ রঙ তুলিতে স্বপ্ন আঁকা
হাসি খুশির সেই যে সকাল স্মৃতির পটে আছে রাখা,
কত অজানার রোমন্থনে জীবন পথে চলতে শেখা
না বলা কথা আড়াল করে ভালোবাসার সরল রেখা।
এখন ভাবি বাবা হওয়া কি সত্য সত্য সহজ কথা!
আমরা ছিলাম ভাই বোন সব একটি ঘরে অটুট বাঁধা
ভরণপোষণ শিক্ষা আর লক্ষে রাখা আলোর দিশা
আমরা দুজন একটা নিয়ে ল্যাজে গোবর দফা রফা।
~ * ~