কোথাও নেই কেউ
এতো মানুষের ভীড়ে,
খোলা বুক দেখার নেই
দেখবে কি কেউ বুক চিরে?
বসন্তেই ঝরে হৃদয় পাতা
শুকনো ডালের সারি,
মর্মরে বাজে দুর্মর হৃদে
করুণ সুরে জারি!
কত যন্ত্রণা মমি হয়েছে
কত পেয়েছে ফের প্রাণ,
হৃদয় ভাঙ্গার ক্ষমা নেই-
বলে, ভাঙ্গেনি অভিমান।
কোন অভিযানে অভিমান হাঁটে
কোথায় পথের শেষ?
সময়ের সাগর পেরুলো কত
কত পেরুলো দেশ।
হৃদয় অভিমান পড়শী দুজনে
তবু এতো ব্যবধান!
হৃদয় যদি হয় কাঁচের মতো
কেন নয় অভিমান?
অভিমান যদি কাঁচ'ই হতো
সহসা ভেঙে যেতো,
হৃদযন্ত্রের রক্তক্ষরণ
দীর্ঘায়ূ না হতো।
দুজন দো-টানায় দুই কোণে-
থাকা, এক আকাশের নিচে,
মরে ভূত ভালোবাসা-বাসি
অভিমান'ই আছে বেঁচে!
তবুও তো কিছু বেঁচে আছে
সেতো প্রেমের দান,
এইটুকু নিয়ে বেঁচে থাকা হোক
জয়তু অভিমান।
জবরুল আলম সুমন
সিলেট।
৭ই জুন, ২০১৯ খ্রিস্টাব্দ।