আজ কদিন হলো তোমার সাথে দেখা নেই
মুঠোফোনেও যোগাযোগ হয়নি দুজনার,
তোমায় না দেখার বিচ্ছেদে,
বুকের ভেতর ভায়োলিনে তোলা,
করুণ সুর বাজছে বারবার।

তোমাকে ভালোবাসার পরে,
একাকী কাটেনি কখনো সময়,
তাই তোমার বিরহে, পুড়ে আমি অঙ্গার হয়ে যাই,
বিষাদে ভরে যায় মন।


প্রিয় অঞ্জনা,
তুমি বিহনে কতোটা যন্ত্রনাময় কাটে সময়,
তোমাকে কি করে বুঝাই বলো তো,
আমি না, অল্প শোকেই কাতর হয়ে যাই,
অধিক শোক যেনো আমার জীবনে, কখনো না আসে।


প্রিয় অঞ্জনা,
জানি আমার মনের হাহাকার,
আনন্দে রুপ নেবে শীঘ্রই,
তবুও তুমিহীনা আমার কাটানো অল্প সময়ও, কতটা বেদনাবিধুর হয়ে যায়,
আমি হারে হারে টের পাচ্ছি।