জানো, একদিন টিনের চালে একজোড়া কবুতরকে অন্তরঙ্গ মুহুর্তে দেখে,
আমার নিঃসঙ্গ মন কেঁপে উঠেছিল।
যখন দেখতাম শালিক পাখির জোড়া একসাথে উড়ছে,
তখনও নিজের একাকীত্ব অনুভব হতো দেহ মনে।

প্রবীণেরা বলেন, জোড়া শালিক দেখা শুভ লক্ষণ,
আমিও তাই আশাবাদী হই,
প্রবীণদের কথা বিফলে যাবে না নিশ্চয়ই।

খুব করে চাইছিলাম, কেউ একজন আমার জীবনে আসুক, যার হাতে হাত রেখে, পূর্নিমা রাতে চাঁদের জোছনা দেখবো,
উষ্ণ আলিঙ্গনে শরীর মনের তৃষ্ণা মেটাবো।

আমার প্রার্থনার পূর্নতা দিতে,
তুমি এলে আলোকরশ্মি হয়ে।
তোমাকে পাওয়ার পর, মুহুর্তেই কেটে গেছে, অমানিশার অন্ধকার।
আমার অগোছালো প্রতিটি সকাল জানে
তোমায় পেয়ে কতটা স্থির হয়েছি।
দুপুর, বিকেল, রাত জানে
কতটা তুমিময় হয়ে উঠছে জীবন।