শোষকের চোখ রাঙানি উপেক্ষা করে,
দেশমাতৃকার তরে সপে দিয়ে প্রাণ
হারিয়েছি হাত, এসেছে বিজয়
পেয়েছি চিন্তার স্বাধীনতা।
কি হারালাম, কিইবা পাবো,
ভাবছি না সেই কথা
আরেকটি হাত দিতে রাজী আছি,
ধরে রাখতে স্বাধীনতা।
আমি নই একা, অরো কত ভাই,
দিয়েছে তাজা প্রাণ,
স্বজন হারানোর ব্যথা ভুলে গিয়ে,
এক হয়ে মোরা, করবো লড়াই
রাখবো দেশের মান।