নির্যাতন, নিপীড়ন, জুলুমের বেদনায় জর্জরিত তুমি,
খুঁজছো উপায় মুক্তি পেতে, লড়ছো জালিমের বিরুদ্ধে,
তুমি করেছো ভুল জালিম চিনতে—
তাই হাত ধরেছো আরেক জালিমের।
তুমি কি সত্যিই জানো না,
জালিম পরিবর্তন হলেও জুলুমের রং বদলায় না?
বদলায় শুধু এই পৃথিবীর জুলুমবাজের দল।
তুমি ভুল করছো চিনতে খাঁটি সোনা,
তুমি ভীত সন্ত্রস্ত হয়ে, মুক্তির নেশায়,
ভুলেই পর্যবেশিত হয়েছো, আশা জাগিয়েছো মনে
তুমি কখনোই মুক্তি পাবে না,
হাত বদলের মাঝে মুক্তির নেশা কাটবে মাত্র।