আকাশকে ছাদ বানিয়ে রাত্রী যাপন
কিংবা কাজের মাঝে দুপুরের উত্তপ্ত রোদে পুড়ে দলবেঁধে বসে পেটের ক্ষুধা নিবারণ,
জেলে হয়ে রাত জেগে মাছ ধরে উল্লাস,
একবার নয় বহুবার এসেছিল জীবনে।


সময়ের ব্যবধানে, পাখিদের কলতান ছেড়ে,
ইট পাথরের কৃত্রিম নগরে বসবাস,
প্রকৃতির অভিশাপে, অসহায় মন নিয়ে,
করছি শুধু হাঁসফাঁস


আহা, কতদিন কেটে গেল, তবুও,
কত স্মৃতিময় সেইদিন আর আসেনি ফিরে,
সভ্যতার আবিস্কারে এবং বিবেকের অগোচরে, সবকিছু নিচ্ছে কেড়ে,
সেইদিন আসবে না ফিরে আর।