বিষাদ বেদনায় ডুবে মরি,
পরাজিত মন করে চিৎকার
আহা, তোমার কানে পৌঁছায় না আর্তনাদের ধ্বনি
হারিয়ে গেছো তুমি দূর বহুদূর।


তুমি অঙ্গীকারের বাণী,
ভুলে গিয়ে হয়েছো পাষাণ,
বদলে গেলে, এক নিমিষে
মনে বাজে বিষাদের গান।


তোমার মধুমাখা নিষ্ঠুরতা
আমাকে করেছ ক্ষতবিক্ষত,
নিঃস্ব হয়ে নিঃসঙ্গতায় কাটছে জীবন,
নীলা, তোমার এ কেমন প্রতিশোধ!