সত্যের পূজারী আমরা, মিথ্যা কে করি ঘৃণা
লোকের পিছে যাই বলি, সামনে কিছু বলি না
দুনিয়া টা হয়ে গেছে পয়সার এপিঠ-ওপিঠ, দিন ফুরলে করে শুধু ছলনা
আমরা সবাই দেশপ্রেমিক, দেশের কথা ভুলি না।  

কথায় কথায় দেশ প্রেম, মা- মাটি মানুষের কথা বলে
কোথায় কখন, কে কাকে নিয়ে সত্যিই চিন্তা করে  
কালো টাকার পাহাড় গড়ে, আছে যে সাধু ভান ধরে
আমরা সবাই দেশপ্রেমিক, দেশের কথা ভুলি নারে।  


ভোটের আগে শ্লোগান, মাইকিং, পোস্টার চলে, কোথাও খালি নাই  
আমার ভাই, তোমার ভাই, সিদ্দিক ভাই সিদ্দিক ভাই,  
কখনো কখনো বাপরে ও ভাই বানিয়ে ডাকছে তাই
ভোটে এবার জিততেই হবে, দিন কাল যে ভালো নাই ।


মসজিদ ভাঙুক আর মন্দির গড়ুক কিবা তাতে আসে যাই
বোকা ভাবে, সমাজ তো আর পরিবর্তনের নাই, ভোটে কোথায় একটু বেশি পাই
দেশের অবস্থা যাই হোক, ক্ষমতা যে আমার এবার চাই চাই
ভোটে এবার জিততেই হবে, দিন কাল যে ভালো নাই ।

রাম হারলে শ্যাম জেতে, যদু হারলে মদু
জিতলেই হবে, যেভাবেই হোক টাকা কামাতে হবে শুধু
যেই জিতুক, কৃষাণ, কুলি, দিন মজুরের শোষণের তুলনা নাই
ভোটে এবার জিততেই হবে, দিন কাল যে ভালো নাই ।

  
গদি হারালে পড়বে ফাঁদে, বেরিয়ে  আসবে সব অপকীর্তি
টাকা ঢালে গাড়ি গাড়ি, প্রচার করে নানান কীর্তি
বোকা লোকের লোভ ধরিয়ে, বেকায়দা লোকের কায়দা করে
ভোটে এবার জিততেই হবে, দিন কাল যে ভালো নাই ।