অভিবাধনে হইলো শুরু, হইলো শেষ কুশলাদি বিনিময়
কথার পিঠে কথা উঠে, শুরু হইলো প্রণয় ।
প্রতীক্ষায় প্রহর গুনি, কখন পড়বে সরণে
দিবে বার্তা সঙ্গোপনে, বলবে কথা টেলিফোনে
দুষ্টু-মিষ্টি কথায় কথায় কেটে গেল রাত
স্বপ্নে দেখা রাজকন্যা তুমি, আমার প্রথম প্রভাত
কি মায়া, মধু মাখা কণ্ঠে গাইলে গান
মাতালে মধ্যরাতে আমার মনো-প্রাণ ।
আদর মাখা গলায় শুধাইলে আমায় বলে “জান”
শরমে আমি মরি, নেশার ঘরে হ্রদয়ে লাগে টান
কত স্বপ্নে রঙ্গিন সাজে বাধি বাসা
গড়বো মোরা আদর্শ ভালোবাসা
দিলে কথা রবে সাথে, দিবে না তো ফাঁকি
কি জানি কি মায়ায় পড়ে খাইলাম একটা ঝাঁকি ।
অবশেষে হইলো বিবাহ মহা ধুম ধামে
আশে-পাশের দু’গ্রাম হইলো জড়ো নাম ডাক আর সুনামে ।