আমি সুকান্ত নয়,
আমি শরৎ, রবীন্দ্র, কিংবা কাজী নজরুল নয়,
যে তোমার রুপের বৈচিত্র্য মোহনায় ছাপ সুনিপুণ ভাবে
কলমের কালির ছোঁয়ায় কবিতায় লিপিবদ্ধ করব।
আমি আব্দুল আলিম নয়,
আমি মনির খান, নচিকেতা, কিংবা লালন নয়,
যে গানের কলিতে কলিতে তোমার মন-মুগ্ধ
গগন চুম্বী সৌন্দর্যের গুনকৃর্তন করব।
আমি সালাম নয়,
আমি বরকত, রফিক, কিংবা জব্বার নয়
যে অধিকার আদায়ে আপোষহীন সংগ্রামে তেজোদৃপ্ত রণ বীর হয়ে
নিজের জীবন উৎসর্গ করব।
আমি মজনু নয়,
আমি রোমিও, সেলিম, কিংবা ভ্যালেনটাইন নয়,
যে নিজেকে ভুলে, ভালোবাসার মূল্য দিতে গিয়ে
এই নশ্বর পৃথিবীতে অমর হয়ে থাকব।
আমি হিটলার নয়,
আমি কামাল পাশা, লেলিন, কিংবা নীল আর্মস্টঙ নয়,
যে সংগ্রামী জীবনে জয়ের নেশায় মত্ত হয়ে তুচ্ছ জীবনের পানে
ফিরে তাকাবার অবকাশ পাবনা।
আমি পাঞ্জেরী নয়,
আমি নতুন দা, কুবের, সাত সাগরের মাঝি নয়,
যে অন্ধকার সমাজ টাকে বুকে টেনে
আলোর দিগন্তে পৌঁছে দেবার সপ্ন দেখে।
আমি বিল গেটস নয়,
আমি আমানচিও ওরতেগা, ওয়ারেন বাফেট, কিংবা কার্লোস স্লিম হেলু নয়,
যে শুধু অজস্র মুদ্রা অর্জনে ব্যস্ত থাকব
প্রিয়জন কে নিয়ে ভাববার সময় পাব না।
আমি সম্রাট শাহ জাহান নয়,
আমি পঞ্চম মুঘল সম্রাট নয়,
যে নিজ কর্মের উপর সন্তুষ্টি থাকার চিত্তে
ভালোবাসার অমর কীর্তি 'তাজমহল' বানাব।
আমি সক্রেটিস নয়,
আমি নিউটন, আলফ্রেড নোবেল, আইনস্টাইন নয়,
যে অতীব অধ্যাবসায়ে অসাধ্য জ্ঞানের আধার হয়ে
প্রেমিকার নাম ভুলতে বসব।
আমি মেঘ হতে চাই,
যে তোমার আকাশে ভেসে থাকতে চাই ।